Agrani Bank Ltd.

২১. ২০  ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

(ক) ৪       (খ) ৫      (গ) ৬         (ঘ) ৮

উত্তর:  (ঘ) ৮

২২. ২ এর কত শতাংশ ২.৫ হবে?

(ক) ৮     (খ) ৮০     (গ) ১২৫         (ঘ) ১৫০

উত্তর: (গ) ১২৫

২৩. যদি ৬ জন বালক ৬ মিনিটে ৬ পৃষ্টা লিখতে পারে, তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?

(ক) ৬ মিনিট     (খ) ৩ মিনিট     (গ) ২ মিনিট      (ঘ) ১ মিনিট

উত্তর: (ক) ৬ মিনিট

২৪. সাড়ে চার হালি ডিমের দাম ১০৮ টাকা হলে ১১টি ডিমের দাম কত?

(ক) ৬০     (খ) ৬৬     (গ) ৬২.৫         (ঘ) ৩৮

উত্তর: (খ) ৬৬ 

২৫. 0.04\times 0.005\times 0.3 = কত?

(ক) 0.006     (খ) 0.0006     (গ) 0.00006         (ঘ) 0.000006

উত্তর:  (গ) 0.00006

২৬. একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত হবে?

(ক) ৩৫ মিলিমিটার     (খ) ৪০ মিলিমিটার

(গ) ৪৫ মিলিমিটার     (ঘ) ৫০ মিলিমিটার

উত্তর: (খ) ৪০ মিলিমিটার 

২৭. দুটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের বর্গের অন্তর ৪৭।

(ক) ২১ এবং ২২            (খ) ২২ এবং ২৩

(গ) ২৩ এবং ২৪            (ঘ) ২৪ এবং ২৫

উত্তর: (গ) ২৩ এবং ২৪ 

২৮. ৭,৫০০ টাকা রহিম, করিম ও সালামের মধ্যে যথাক্রমে ২ : ২: ১ অনুপাতে ভাগ করা হলে রহিম সালাম অপেক্ষা কত টাকা বেশী পাবে?

(ক) ১, ০০০     (খ) ২, ০০০     (গ) ৩, ০০০         (ঘ) ১,৫০০

উত্তর: (ঘ) ১,৫০০

২৯. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

(ক) ৬৪     (খ) ৬০     (গ) ৫০         (ঘ) ৬২

উত্তর:  (ক) ৬৪

৩০.  x = 15 ও  y = 5 হলে, x^{3} - 3x^{2}y + 3xy^{2} - y^{3} = ?

(ক) 1, 000     (খ) 1, 200     (গ) 1, 400         (ঘ) 800

উত্তর: (ক) 1, 000 

৩১. একজন ব্যবসায়ী একই দামে দুইটি কম্পিউটার বিক্রি করল। একটির উপর সে ১৫% লাভ করল কিন্তু  অপরটিতে তার ১৫% ক্ষতি হল। তার শতকরা কত লাভ বা ক্ষতি হল?

(ক) ২.২৫% ক্ষতি    (খ) ৫. ৫% লাভ     (গ) ৭. ৫% লাভ         (ঘ) লাভ বা ক্ষতি হয়নি

উত্তর: (ক) ২.২৫% ক্ষতি

৩২. বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর; যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর। পিতার বয়স কত?

(ক) ৩০    (খ) ৩৬     (গ) ৪২         (ঘ) ৩৮

উত্তর: (ঘ) ৩৮

৩৩. বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা  ৮২৬ টাকা হবে?

(ক) ৫০০    (খ) ৬৫০     (গ) ৬৭৫         (ঘ) ৭০০

উত্তর:  (ঘ) ৭০০

৩৪. একটি চিড়িয়াখানায় মোট ৮০টি ময়ুর ও হরিণ আছে। তাদের পায়ের সংখ্যা ২০০টি হলে কতটি ময়ূর আছে?

(ক) ৪০   (খ) ৫০     (গ) ৬০         (ঘ) ৭০

উত্তর: (গ) ৬০

৩৫. কোন শহরের লোকসংখ্যা ১০ লক্ষ। যদি পুরুষের সংখ্যা ১০% বৃদ্ধি পায় এবং স্ত্রীলোকদের সংখ্যা ৬% কমে যায়, তবে শহরের লোকসংখ্যার কোন পরিবর্তন হয় না। ঐ শহরের পুরুষের সংখ্যা কত?

(ক) ৩,০০,০০০   (খ) ৩,৭৫,০০০     (গ) ৪,২৫,০০০         (ঘ) ৫,০০,০০০

উত্তর:  (খ) ৩,৭৫,০০০