যোগাশ্রয়ী প্রোগ্রাম
◘ যোগাশ্রয়ী মডেল সর্বপ্রথম তৈরি করেন রাশিয়ার গণিতবিদ L.V.Kantrovich.
◘ পরিবর্তনযোগ্য অজানা রাশিগুলো হচেছ সিদ্ধান্ত চলক।
◘ অভীষ্ট ফাংশন হলো যোগাশ্রয়ী প্রোগ্রামের কোনো কিছুকে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান ।
◘ যোগাশ্রয়ী প্রোগ্রামের রৈখিক অসমতার সমীকরনগুলোকে সীমাবদ্ধতা (Constraints) বলে।
◘ সম্ভাব্য সমাধান এলাকা হলো যোগাশ্রয়ী প্রোগ্রামের অসমতা দ্বারা সীমাবদ্ধ এলাকা।
◘ খাদ্য সমস্যা, প্রশিক্ষণ সমস্যা, উৎপাদন ও নির্মান সমস্যা ও যুদ্ধক্ষেত্রে যোগাশ্রয়ী প্রোগ্রাম ব্যবহার করা হয়।
◘ যোগাশ্রয়ী প্রোগ্রামের মূল সুবিধা হলো সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ সুবিধাজনক অবস্থায় রূপদান ।
◘ সিদ্ধান্ত চলকের মাধ্যমে সীমাবদ্ধতা চিহ্নিত করা যায়।
◘ অভীষ্ট ফাংশন ব্যবহার করে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়।
◘ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান সীমাবদ্ধ অঞ্চল বা সীমাবদ্ধ অঞ্চলের ভিতরে পাওয়া যায়।
◘ সর্বোচ্চ ও সর্বনিম্ন মান সমাধান এলাকার কৌণিক বিন্দুতে পাওয়া যায়।
◘ সীমাবদ্ধ এলাকা সাধারনত বহুভূজ হয়।