Class eight math solution

ঢাকা বোর্ড

জে.এস.সি পরীক্ষা-২০১৯ 

গণিত

বহুনির্বাচনি অভীক্ষা

১। ১, ৩, ৫, ৭,………….প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়?

উত্তর: (গ) ২ক-১

২। ২০ এর মৌলিক গুণনীয়ক কোনটি?

উত্তর: (খ) ৫

৩। নিচের কোন সংখ্যাগুলো ফিবোনাক্কি সংখ্যা?

উত্তর: (ক) ০, ১, ১, ২, ৩, …………..

৪। কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৮০, সর্বনিম্ন মান ৪০ এবং শ্রেণিব্যাপ্তি ৫ হলে, শ্রেণিসংখ্যা কত?

উত্তর: (খ) ৯

৫। ২, ১, ৯, ০, ৩, ৪, ১, ৬, ৯, ০ সংখ্যাগুলোর গড় কত?

উত্তর: (গ) ৩.৫০

৬। একটি পণ্য ৫% ক্ষতিতে ২৩৭৫ টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূল্য কত?

উত্তর: (ঘ) ২৫০০

৭। সরল মুনাফা অথবা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করার সূত্র হচ্ছে-

i.I = pnr

ii.A = p(1 - nr)

iii.C = P{(1 + r)^n}

নিচের কোনটি সঠিক?

উত্তর: (গ) i ও iii

৮। শতকরা বার্ষিক কত মুনাফায় ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে?

(খ) ১৫%

৯। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে এর-

i. ক্ষেত্রফল ২৫ বর্গমিটার

ii. কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার

iii. পরিসীমা ২০ মিটার

নিচের কোনটি সঠিক?

(খ) i ও iii

১০। ৫ বিঘায় কত কাঠা?

(ঘ) ১০০

১১। গ্রিক ভাষায় হেক্টো অর্থ-

(খ) ১০০ গুণ

১২। একটি গাড়ির চাকার পরিধি 5.15 মিটার হলে, চাকাটির ব্যাস কত?

উত্তর: (ঘ) 1.64 মিটার

১৩। (-5,5) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?

উত্তর: (খ) দ্বিতীয়

১৪. \frac{{{x^3} - 49x}}{{{x^2} + 7x}} এর লঘিষ্ঠ রূপ কোনটি?

উত্তর: (ক) \left( {x - 7} \right)

১৫. {x^2} - \sqrt 5 x + 1 = 0 হলে x + \frac{1}{x} = কত?

উত্তর: (গ) \sqrt 5

১৬. x + y = 6 এবং x - y = 4 হলে 5xy এর মান কত?

উত্তর: (গ) 25

১৭. U = \left\{ {1,2,3,4,5,6,7} \right\} , A = \left\{ {3,5,6,7} \right\} হলে {A^C} সমান কত হবে?

উত্তর: (ক) \{ 1,2,4\}

১৮. A = \left\{ {3,4,5} \right\} এবং B = \left\{ {4,5,7} \right\} হলে-

i.A \cup B = \left\{ {3,4,5,7} \right\}

ii.A \cap B = \left\{ {4,5} \right\}

iii.A \subset B

নিচের কোনটি সঠিক?

উত্তর: (ক) i ও ii

১৯. {x^2} - x - 42 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি?

উত্তর: (ঘ) (x - 7)(x + 6)

২০. কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?

উত্তর: (খ) ( - 4,0)

২১. কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে,ভগ্নাংশটি নিচের কোনটি?

উত্তর: (গ) \frac{3}{{11}}

২২. {m^2} - 6m - 1 = 0 হলে {m^2} + \frac{1}{{{m^2}}} = কত?

উত্তর: (ঘ) 38

২৩. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ্য 4 সে.মি. এবং উচ্চতা 5 সে.মি.। বেলনটির বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

উত্তর: (খ) 150.72 বর্গ সে.মি.

\left( {\pi  = 3.14} \right)

নিচের চিত্র অনুসারে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

চিত্র

ABCD বর্গক্ষেত্রের কর্ণদ্বয় “O” বিন্দুতে মিলিত হয়েছে এবং BC=6 cm.

২৪. \angle AOB = কত?

উত্তর: (খ) {90^0}

২৫.  ‍AC এর দৈর্ঘ্য কত?

উত্তর: (খ) 6\sqrt 2

২৬. যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?

উত্তর: (গ) ঘুড়ি

২৭. ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত?

উত্তর: (ক) 24 বর্গ সে.মি.

২৮. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত x:x:x\sqrt 2 হলে, এর বৃহত্তম কোণটির মান কত?

উত্তর: (গ) {90^0}

২৯. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?

উত্তর: (ক) {360^0}

৩০. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 13 সে.মি. এবং 8 সে.মি। সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব 4 সে.মি. হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গ?

উত্তর: (ক) 42 বর্গ সে.মি.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here