ssc-http://www.onlinemathacademy.org

SSC বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান

১. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে? [কু. বো. ১৬]

(ক) 8         (খ)  9           (গ) 12       (ঘ) 16

উত্তর: (গ) 12 

২. তিনটি বাহুর দৈর্ঘ্য (সে.মি.) দেওয়া হল। কোন ক্ষেত্রে তিভুজ অঙ্কন সম্ভব? [দি: বো: ১৫]

(ক) 3, 5, 6         (খ)  4, 5, 9         (গ) 5, 6, 12       (ঘ) 6, 7, 16

উত্তর: (ক) 3, 5, 6

৩.  একটি ত্রিভুজ অাঁকার জন্য প্রয়োজন-

i. দুইটি কোণ ও একটির বিপরীত বাহু

ii. দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ

iii. তিনটি কোণ

নিচের কোনটি সঠিক? [চ. বো. ১৬]

(ক) i ও ii        (খ)  i ও iii              (গ) ii ও iii       (ঘ) i,  ii ও iii

উত্তর:  (ক) i ও ii  

৪. কখন কোনো একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? যখন দেয়া থাকে- [কু. বো. ১৫]

i. তিনটি বাহু                    ii. তিনটি কোণ

iii. দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ

নিচের কোনটি সঠিক?

(ক) i                (খ)  ii              (গ)   iii       (ঘ) i  ও iii

উত্তর:  (খ)  ii

সৃজনশীল প্রশ্নোত্তর:

১. ত্রিভুজের ভূমি সংলগ্ল দুটি কোণ \angle x\angle y পরিসিমা p দেওয়া আছে । [দি:বো: ১৬]

(ক) উপরের তথ্যের আলোকে চিত্র আকঁ ।

(খ) ত্রিভুজটি অংকন কর ( অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক )

(গ) ‘খ’ তে প্রাপ্ত ত্রিভুজের ভূমিকে অতিভূজ ও অপর যে কোনো একটি বাহুকে লম্ব ধরে একটি সমকোণী ত্রিভুজ অংকন কর ।

২. [সি:বো: ১৫]

চিত্র

(ক) বর্গ  এবং রম্বসের মধ্য দু’টি পার্থক্য লিখ ।

(খ) উদ্দীপকের আলোকে এমন একটি ত্রিভুজ আকঁ, যার ভূমি a, ভূমিসংলগ্ন কোণ \angle x এবং অপর দুই বাহুর সমষ্টি s এর সমান । [ অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক ]

(গ) এমন একটি সমকোণী ত্রিভুজ আকঁ, যার অতিভুজ a এবং অপর দুই বাহুর সমষ্টি s এর সমান । [ অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক ]

৩. একটি ত্রিভুজের ভুমি, a=4 সে.মি. এবং ভুমি সংলগ্ল কোণ x = {30^ \circ }, [য:বো: ১৫]

(ক) তথ্যগুলোকে চিহ্নিত চিত্রের মাধ্যমে কর ।

(খ) ত্রিভুজটির দুই বাহুর সমষ্টি s=6 সে.মি. হলে, – ত্রিভুজটি আকঁ ।

(গ) ত্রিভুজের অপর বাহু দুইটির অন্তর d=2.5 সে.মি হলে, – ত্রিভুজটি আকঁ ।