ssc-http://www.onlinemathacademy.org

SSC বোর্ড পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সমাধান

১. x^{2}  + 5x - 6 = 0 এর সমাধান সেট নিচের কোনটি? [সি. বো. ১৬]

(ক) {-6, 1}               (খ) {-2, 3}               (গ)  {6, -1}         (ঘ) { 2, 3}

উত্তর: (ক) {-6, 1}  

২. x^{2} - 22x + 121 = 0

i. সমীকরণে x এর মান 11

ii.  সমীকরণটির মূল 11

iii. একটি দ্বিঘাত সমীকরণ

নিচের কোনটি সঠিক? [চ. বো. ১৬]

(ক) i  ও ii           (খ) i  ও iii        (গ)  ii  ও iii         (ঘ) i, ii ও iii

উত্তর: (ঘ) i, ii ও iii

নিচের তথ্যের আলোকে (৩, ৪) নং প্রশ্নের উত্তর দাওঃ

দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক এবং অঙ্ক দু’টির গুণফল 2^{5}

৩.  সংখ্যাটি কত? [চ. বো. ১৬]

(ক) 84             (খ) 48              (গ)  42         (ঘ) 24

উত্তর: (ক) 84 

৪. সংখ্যাটির মৌলিক গুণনীয়কের সেট কোনটি? [চ. বো. ১৬]

(ক) {1, 2, 2, 2, 3}            (খ) {2, 2, 2, 2, 3}           (গ)  {2, 3, 7}         (ঘ) { 2, 2, 3, 7}

উত্তর: (গ)  {2, 3, 7}

সৃজনশীল প্রশ্নোত্তর:

১. সজীবদের লিচু গাছ থেকে সজীব ও তার বন্ধুরা x জনের জন্য মোট 1950 টি লিচু পাড়ল । পরবর্তীতে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ায় আরো 34 টি লিচু পাড়া হলেও গড়ে 1 লিচু কমে গেল । y টি লিচু পাড়লে গড়ে তারা 1 টি করে লিচু বেশি পেত । [ব:বো: ১৫]

(ক) সজীবের ভাই আসাই প্রত্যেকে কতটি লিচু পেল, তা x এর মাধ্যমে প্রকাশ কর ।

(খ) x– এর মান র্নিণয় কর ।

(গ) y– এর মান র্নিণয় কর ।